মনে রাখার মত কিছু গুরুত্বপূর্ণ উপদেশ

 মনে রাখার মত কিছু গুরুত্বপূর্ণ উপদেশ 

  • সুন্দর জীবনের মূল কথা হল সুন্দর স্বাস্থ্য । সর্বাগ্রে স্বাস্থ্য সচেতন হতে হবে।
  • মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে হবে। কারও পক্ষেই সম্পূর্ণ সত্যবাদী হওয়া সম্ভব নয় ঠিক, কিন্তু অকারণে অযথা মিথ্যার আশ্রয় না নেওয়াই উচিত। জীবনের অর্ধেক জটিলতা কমে যায়।
  • নির্মল জীবনের জন্য মানসিক শান্তির প্রয়োজন।মানসিক শান্তি নষ্ট হয় এমন কাজ না করাই উচিত। নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো থাকতে দিন।
  • পরিবারের প্রতি মনোযোগী হতে হবে। সারাদিনে কিছু সময় অবশ্যই পরিবারকে দিন।
  • জীবনসঙ্গী বা সঙ্গিনীর প্রতি সৎ ও বিশ্বস্ত থাকুন। যে মানুষটি আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকেন তাঁকে তাঁর ন্যায্য মর্যাদা দেওয়া উচিত।
  • অর্থ জীবনের সবকিছু নয় ঠিক। কিছু অর্থ অবহেলা করার বস্তুও নয়। আয় - ও ব্যয়ের সমতা রাখা উচিত।
  • কষ্ট, দুঃখভোগ করাই জীবন। তাই সুখের সময় নিজেকে তৈরি রাখা উচিত কষ্ট পাওয়ার জন্য।এতে জীবন সরল হয়।
  • যে সম্পর্ক থেকে ভালোবাসা, সন্মান, মর্যাদা নষ্ট হয়ে গিয়ে শুধু তিক্ততা, অসম্মান, অমর্যাদা অবশিষ্ট থেকে গেছে — যে সম্পর্ক বিষাক্ত হয়ে গেছে তা যথা শীঘ্র সম্ভব ত্যাগ করা উচিত।
  • যে কোনো বিষয়ে সব সময় খুঁত বার করে অভিযোগ করার অভ্যাস ত্যাগ করাই ভাল। কোনো ব্যক্তি বা বস্তুই সম্পূর্ণ নিখুঁত হতে পারেনা। আমরা প্রত্যকেই ভালো মন্দের সংমিশ্রণে তৈরি। মন্দ না খুঁজে ভালোকে দেখতে শিখুন।
  • অন্যের ক্ষতির চেষ্টা কখনো না করাই উচিত। তাতে নিজের ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। কর্মফলে বিশ্বাসী হতে হবে।
  • সবশেষে বলব নিজেকে দাম দিতে হবে। কাউকে এত বেশি মূল্যবান করে না তোলাই উচিত যে নিজে মূল্যহীন হয়ে পড়েন। স্বার্থপর হওয়া দোষের না।বর্তমানে আগে নিজেকে বাঁচাতে জানতে হবে।

0 Comments

আপনার বক্তব্য