প্রায়শ্চিত্ত

 

প্রায়শ্চিত্ত

লেখিকা - শ্বেতলীনা 




সারা শরীরে কালশিটে, ঠোঁটের কোণে জমাট রক্ত, এক বছরের মেয়ে কোলে নূপুর যেদিন বাবা-মায়ের কাছে আশ্রয় চেয়েছিল এই বলে, “ একটা ভুল করে ফেলেছিলাম মা। ভালোবেসেছিলাম। আর পারছিনা।বাঁচতে চাই।একটু সাহায্য কর।“ 

 সেদিন বাবা-মায়ের যৌথ বক্তব্য ছিল –

“ নিজে পছন্দ করে বিয়ে করেছিলে, মানিয়ে গুছিয়ে নিয়ে থাকো।ভুল যখন করেছ, তার প্রায়শ্চিত্ত ও কর।আমরা আর ঝামেলা বইতে পারব না। আর এইসব তো আজকাল ঘরে ঘরে ঘটছে।তাই বলে কি আলাদা হতে হবে নাকি? লোকে কি বলবে?”

আজ বাবা-মায়ের সামনে বিছানায় নূপুর তার মেয়েকে বুকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমিয়ে। হাতে এক টুকরো কাগজ। তাতে বাবা-মাকে লেখা –

“আর তোমাদের কোনও ঝামেলা বইতে হবেনা।ভুল যখন আমিই করেছিলাম তখন প্রায়শ্চিত্তটাও আমিই করলাম।মেয়েকেও সাথে নিয়ে গেলাম। যাতে কাউকে, ওর ঝামেলাও বইতে না হয়।“  

চিত্র সৌজন্যঃ https://www.google.com/

0 Comments

আপনার বক্তব্য